শেয়ার মার্কেটে বিনয়োগ হালাল নাকি হারাম?

WhatsApp
Telegram
Facebook
Twitter
LinkedIn

বেশ কিছুদিন বেড়ানোর পর সুরমা এবং তার বাবু খালা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ট্রেনে করে। বিভিন্ন গল্পের মাঝে

সুরমার হঠাৎ প্রশ্ন জাগে শেয়ার মার্কেটে বিনিয়োগ হালাল নাকি হারাম? বাবু খালা বলে তুই শেয়ার মার্কেট সর্ম্পকে এতো জেনে কি করবি?

সুরমা বলে আমার কাছে বৃত্তির কিছু টাকা আছে অনেক দিন যাবৎ। এবং সামনে আরো টাকা পাবো। এই টাকা বাবা-মা কেউ নিচ্ছে না বলে তোর টাকা তুই খরচ কর। বর্তমানে এই টাকা আমার কোন প্রয়োজন হচ্ছে না। তাছাড়া অনেকের কাছেই শুনি শেয়ার মার্কেটে বিনিয়োগ নাকি অনেক লাভজনক। এই বিষয়ে তোমার পরামর্শ চাচ্ছি। বাবু খালা “তুমিতো টাকাটা আমাকেও দিতে পারো তাই না?”

সুরমা বলে, তোমাকে তো সব কিছুর জন্য নানা ভাই টাকা দিচ্ছেন।

তাহলে আমার এই অল্প টাকা নিয়ে কি করবা।

তোমাকে দিলে তো তুমি হয়তো এখনই খরচ করবা। আমি চাই বৃত্তির টাকাটা স্মৃতি হিসেবে ভবিষ্যতের জন্য জমা রাখতে। এই টাকা দিয়ে ভবিষ্যতে আমার বর এবং সন্তানদের উপহার দিতে। চিন্তা করো না তোমার বর এবং তোমার সন্তানদেরও উপহার দিবো।

বাবু খালা বলে মাশাল্লাহ এত বুদ্ধি তোমার। আমাকে বর্তমানে টাকা না দিয়েও খুব সহজেই আমাকে ম্যানেজ করে ফেললা। 

শোনো শরিয়াহতে অপচয় যেমন নিষেধ করা হয়েছে তেমনি কৃপণতাকে নিষেধ করা হয়েছে। আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বনে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের টাকা পয়সা খরচের ব্যাপারে যেমন অপচয় করা চলবে না তেমন কৃপণতা করাও চলবে না। 

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, “পানি অপচয় করো না, যদিও তুমি থাকো বহমান নদীর তীরে।” 

– সুনানে ইবনে মাজাহ :৪২৫ 

অপচয় আমাদেরকে নিঃস্ব করে ফেলে এবং কৃপণতা আমাদের জীবন উপভোগ করতে এবং আল্লাহর পথে দান করতে এবং যাকাত দিতে বাধাগ্রস্ত করে।……………………………………………………………………