যেহেতু এই ওয়েবসাইটে অস্পৃশ্য ও অপরিবর্তনীয় পণ্য সরবরাহ করা হয়, তাই পণ্য ক্রয়ের পর আমরা কোনো রিফান্ড (টাকা ফেরত) প্রদান করি না — আপনি এটি স্বীকার করেন যে, ওয়েবসাইট থেকে কোনো পণ্য কেনার পূর্বেই আপনি এ বিষয়ে অবগত।
ক্রয়ের আগে অনুগ্রহ করে পরিষেবার বিবরণ বা পণ্যের তথ্য ভালোভাবে পড়ে নিন এবং বুঝে নিন।